ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু, নতুন ভর্তি ৮৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩৮ | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১২:০২

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ফরিদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ এ।

রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামে। সে ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ফরিদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজবাড়ীর তিন এবং মাগুরা ও ফরিদপুরের একজন করে। বর্তমানে হাসপাতালটিতে ১৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন।

তিনি জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭শ ৪১ জন । এর মধ্যে ১৪শ ৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :