ইসলামিক ফাউন্ডেশনের শোক দিবসের দোয়া মাহফিলে জামায়াতের হামলা, আটক কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:৫৫ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১৫:৩৩

জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কর্মসূচিতে জামায়াতে ইসলামী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মঙ্গলবার দুপুরের এ ঘটনায় পুলিশ দলটির বেশ কয়েকজনকে আটক করেছে। বিকাল ৩টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানিয়েছেন, মসজিদের ভিতরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শোক দিবসের দোয়া মাহফিল চলছিল। জামায়াতে ইসলামীর লোকেরা মসজিদে প্রবেশ করে সেখানে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

‘পরে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মসজিদের ভেতরে এখন তেমন কারো উপস্থিতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’—যোগ করেন হায়াতুল ইসলাম খান।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রওশানুল হক সৈকত ঢাকা টাইমসকে বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে জামায়াতের কিছু নেতাকর্মী হামলা চালায়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলাকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয় সোমবার রাতে। তার গায়েবানা জানাজা বায়তুল মোকাররমে করতে চায় দলটি। পুলিশ তাদেরকে অনুমতি দেবে না বলে জানিয়েছে। দলটি জোরপূর্বক সেখানে জানাজা করতে চায়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :