অভিষেকের ‘ঘুমর’ দেখে মুগ্ধ শচিন টেন্ডুলকর, বললেন…

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:০৯ | প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ১১:৫৩

তেমন কোনো সাফল্য পায়নি বক্স অফিসে। তবে সমালোচকদের মন জয় করেছে অভিষেক বচ্চন এবং সায়ামি খের অভিনীত ‘ঘুম ‘। তাই ছবিটি নিয়ে চর্চা চলছেই। এরই মধ্যে আরও এক বড় সমালোচকের ভূয়সী প্রশংসা আদায় করে নিল ‘ঘুমর’। তিনি আর কেউ নন, দ্য গ্রেট শচিন টেন্ডুলকর।

রবিবার ছুটির দিনে ক্রিকেটের গল্পে নির্মিত ‘ঘুমর’ দেখেন শচিন। ছবিটি দেখে কেমন লাগল? সিনেমাহলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। সেই ভিডিও তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। কী বলেছেন এই ক্রিকেট কিংবদন্তি?

শচিন বলেন, ‘এইমাত্র ‘ঘুমর’ দেখলাম। প্রচণ্ড উদ্বুদ্ধ করার মতো ছবি। প্যাশন আর স্বপ্ন যেখানে থাকে, সেখানে কোনো বাউন্ডারি লাইন থাকে না। যে কোনো ধরনের টার্গেটই সেখানে ছোঁয়া সম্ভব।’

তার কথায়, ‘আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি, ওঠাপড়া লেগেই থাকে। এই সিনেমার গল্পটার ক্ষেত্রেও তাই। কিন্তু খেলাধুলা আমাদের সেটার সঙ্গে মানিয়ে ওঠার শিক্ষাই দেয়। ব্যর্থতা, চোটআঘাত, হতাশা— এগুলো আমাদের অনেক কিছু শেখায়। সেটাই এই সিনেমারও বিষয়বস্তু। বড়দের পাশাপাশি ছোটদেরও এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে।’

কী কী শেখার আছে? শচিনের মতে, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, সেটি জয় করা যে সম্ভব— তাই শেখায় এই সিনেমা। ওই প্রতিবন্ধকতা জেতার মধ্যেই তো আসল মজা। সেটাই এই সিনেমা সবাইকে শেখায়।’

আর বাল্কি পরিচালিত ‘ঘুমর’-এ একজন মহিলা ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে সাইয়ামি খেরকে। যার ডান হাতটি নেই, একটি দুর্ঘটনায় কাটা পড়েছে। কিন্তু ক্রিকেট নিয়ে নিজের স্বপ্ন পূরণের প্রতি তিনি দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে, অভিষেক বচ্চন অভিনয় করেছেন কঠোর পরিশ্রমী একজন কোচের ভূমিকায়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :