ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপের শুরুতে বাংলাদেশের হোঁচট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ২২:১৭

ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপের শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ দল। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারল ৫ উইকেটে। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের করা বলে বোল্ড আউট হন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। পরের ওভারে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান শরিফুল। শূন্যরানে ফেরেন করুনারত্নে। আর নিশাঙ্কা করেন ১৪ রান। আর ৫ রানে আউট হন কুশল মেন্ডিস।

এদিকে চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাদেরা সামারাবিক্রমা ও চারিথ আশালাঙ্কা। এ সময় দুজন মিলে গড়েন ৭৮ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় লঙ্কানরা। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৪ রানে আউট হন সামারাবিক্রমা। পরের উইকেটে নেমে ২ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা।

এরপর দলনেতা দাসুন শানাকাকে নিয়ে জয় নিশ্চিত করেন চারিথ আশালাঙ্কা। মাঠ ছাড়ার আগে ফিফটি পূরণ করেন তিনি। অপরাজিত থাকেন ৬২ রানে। আর শানাকা মাঠ ছাড়েন ১৪ রানে।

এর আগে পাল্লেকেলেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। সুবিধা করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজীদ হাসান তামিম। দ্বিতীয় ওভারে ফিরেছেন ব্যক্তিগত শূন্যরানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৬ রান। সাকিব করেন মাত্র ৫ রান।

মাত্র ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ব্যক্তিগত ২০ রানে দাসুন শানাকার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। মুশফিকের ব্যাট থেকে এসেছে ১৩ রান। মিরাজ ৫ ও শেখ মেহেদি ৬ রান করেন।

এদিকে দ্বিতীয় উইকেট খেলতে নামা নাজমুল হোসেন শান্ত তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। মহেশ থিকসেনার করা বলে ব্যক্তিগত ৮৯ রানে থামেন তিনি। ১২২ বলে খেলা ইনিংসটি ৭টি চারে সাজানো। এছাড়া তাসকিন ও মোস্তাফিজ শূন্য রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন মাথিসা পাথিরানা। মহেশ থিকসেনা দুটি ও তিনজন একটি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :