প্রাথমিকে আর থাকছে না বৃত্তি, দেওয়া হবে ‘উৎসাহ ভাতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০

প্রথমিকে বৃত্তি পরীক্ষা ও এর মাধ্যমে বৃত্তি দেওয়ার পদ্ধতি আর থাকছে না। এর পরিবর্তে শিক্ষার্থীরা অলিম্পিয়াডের মতো বিভিন্ন উৎসবের মাধ্যমে পাবে মেধাবৃত্তি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এর আয়োজন করা হয়।

ফরিদ আহাম্মদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোচিংমুখিতাকে শতভাগ নিরুৎসাহিত করা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নিরুৎসাহিত করে ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে পরীক্ষা না হলেও মেধাবৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে জানান সচিব। বলেন, ‘প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশ করতে ক্ষুদ্র অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডসহ এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সালে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। এর পর থেকে মেধাবৃত্তি দেওয়া শুরু হয় ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই। ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দেশে কোভিড মহামারি শুরু হলে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকে। ওই সময় বৃত্তিও দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধাবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এবার সেটিও বাতিল করা হলো।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/টিএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :