এডিসি হারুনকে এপিএস প্রথমে মেরেছেন ডিবিপ্রধান এ তথ্য কোথায় পেলেন জানি না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:১২

'এডিসি হারুনের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন এপিএস আজিজুল হক মামুন'__ ডিবিপ্রধান হারুন অর রশীদের এমন বক্তব্যের বিষয়ে ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেছেন, আমি জানি না হারুন (ডিবিপ্রধান) এই তথ্য কোথায় পেল। এটা হারুনই বলতে পারবে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তো আমি কিছু বলতে পারব না।

মঙ্গলবার রাতে ডিএমপি সদরদপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক একথা বলেন।

এর আগে একই দিন দুপুরে ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন এপিএস আজিজুল হক মামুন। মঙ্গলবার দুপুরে ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন বলেন, 'থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই আগে বরখাস্তকৃত এডিসি হারুনের ওপর হামলা করেছিল, এমন তথ্য পাওয়া গেছে। সেটাও তদন্তে আসা উচিত। উনিও (এপিএস মামুন) একজন সরকারি কর্মকর্তা। পুলিশের ওপর প্রথম হামলাটা সেই করেছিলেন। সে ইচ্ছা করলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে কিংবা অবহিত করতে পারত। অথবা তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তাদেরকে অবহিত করতে পারত। কিন্তু উনি তা না করে হাসপাতালের ভেতরে অসুস্থ মানুষের সামনে একজন পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করা, তার চশমা ভেঙে ফেলে, তার ওপর আঘাত করা। এটা সঠিক করেছে কি না আমি জানি না, তবে এটার তদন্ত হওয়া উচিত।'

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনারের এমন বক্তব্যের পর সাংবাদিকরা ডিএমপি কমিশনারের কাছে জানতে চান তদন্ত শেষ হবার আগে তিনি কীভাবে এ ধরনের মন্তব্য করলেন? এ বিষয়ে আপনার বক্তব্য কী? এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, 'তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তো আমি কিছু বলতে পারব না। হারুন (ডিবিপ্রধান) এই তথ্য কোথায় পেল এটা হারুন বলতে পারবে।'

তদন্তে কী পেলেন জানতে চাইলে গোলাম ফারুক বলেন, প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এডিসি হারুন (সাময়িক বরখাস্ত হয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত) এবং ইন্সপেক্টর মোস্তফা এই দুইজন ব্যক্তি বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় করেছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট পাবার পর আমাদের অফিসারদের কার কতটুকু দোষ সেই অনুসারে আমরা বিভাগীয়সহ অন্যান্য ব্যবস্থা নেবার থাকলে আমরা পুলিশ সদরদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনে সুপারিশ আকারে প্রেরণ করব।'

সানজিদা নিজেকে নির্দোষ দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। আপনি কি তার সঙ্গে কথা বলেছেন? এমন প্রশ্নে গোলাম ফারুক বলেন, 'আমি সরাসরি এডিসি সানজিদার (সানজিদা আফরিন নিপা) সঙ্গে কথা বলিনি। সানজিদা গণমাধ্যমে যে ধরনের স্টেটমেন্ট দিছে সেটা ঠিক করেননি। কারণ কমিশনারের অনুমতি তাছাড়া সে এ ধরনের স্টেটমেন্ট দিতে পারে না।'

এদিকে শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত এবং শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশনস) মোস্তাফাকে বদলি করা হয়েছে। একসঙ্গে এডিসি সানজিদাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএস/ইএস/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ঢাকাসহ ১২ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু

রাত পোহালে ভোট, ১৫৭ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৬০৩ জন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশংসায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

কিরগিজস্তানে ভালো আছেন বাংলাদেশি শিক্ষার্থীরা: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে গিয়ে কাগজপত্র সত্যায়নের ঝামেলা আর থাকছে না: পররাষ্ট্রমন্ত্রী

আসছে বঙ্গবন্ধু শান্তি পদক, মূল্যমান ১ লাখ মার্কিন ডলার

তিন বিভাগে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমার আভাস, সাগরে লঘুচাপের শঙ্কা

সিইসির মাসিক বেতন ১ লাখ ৫ হাজার, অন্যদের যা নির্ধারিত হলো

এই বিভাগের সব খবর

শিরোনাম :