আদাবরের শিশু ধর্ষণমামলার প্রধান আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

বুধবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ইউসুফ ফরাজী (৩৮) পটুয়াখালী সদরের আজিজ ফরাজীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, গত ১৫ জুন রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় দুই জন অজ্ঞাতনামা ব্যক্তি ৯ বছরের একটি মেয়ে শিশুকে রাস্তায় একা পেয়ে সিএনজিতে তুলে নিয়ে আদাবর এলাকার নবোদয়ের ঢাল লেগুনা স্ট্যান্ড সংলগ্ন একটি রুমে আটকে রেখে ধর্ষণ করেন। ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজি করে ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটিকে নবোদয় হাউজিং এলাকায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় হাঁটতে দেখে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আদাবর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সিএনজি চালক সেলিমকে (৩৮) গ্রেপ্তার করার পর তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানান, ধর্ষণের প্রধান পরিকল্পনাকারী ইউসুফ ফরাজী।

ঘটনার পর থেকে ইউসুফ ফরাজী রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছেন বলে জানতে পেরে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :