দেশের মূল সমস্যা হচ্ছে এই অবৈধ সরকার: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে বর্তমান অবৈধ সরকার। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ। জনগণের দিকে তাদের দৃষ্টি নেই। তাদের মূল লক্ষ্য লুটপাট করা। তাই আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার বিকালে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায় ঢাকা মহানগর ৪ এবং ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ অনুষ্ঠান পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, অনির্বাচিত বিনাভোটের এ সরকার বাংলাদেশকে লুটপাট করছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ভুয়া নির্বাচনের মাধ্যমে দুই ভুয়া ব্যক্তিকে অবৈধভাবে মেয়র পদে বসিয়েছে। তারা কোনো মেয়র নয়, তারা অবৈধ সরকারের অবৈধ প্রশাসক। এরা ডেঙ্গু নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মশক নিধনের নামে এদের বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগ এসেছে।

‘বিএনপির শাসনামলে ডেঙ্গু নিধনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়। যার ফলে ডেঙ্গুর প্রকোপ কমে পরবর্তীতে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যতে নেমে আসে। আজকে সরকারের ব্যর্থতার কারণে লাখ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছে শতশত মানুষ।’

তিনি বলেন, নগরবাসী যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু শঙ্কায় দিন কাটাচ্ছে সেই মুহুর্তে এক মেয়র পরিবার নিয়ে বিদেশ সফরে ব্যস্ত ছিলেন, আরেক মেয়র ড্রোন উড়িয়ে জনগণের সঙ্গে তামাশা করেছেন।

তিনি আরও বলেন, সরকারের ১৫ বছরের অবৈধ শাসনামলের আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এখান থেকে পেছনে ফেরা যাবে না। যে করেই হোক দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এ বাকশালি সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ প্রমুখ।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :