ফরিদপুরে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৩ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৬৮ জন রোগী।

মৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার আবুল কালামের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার শেখ দলিল উদ্দিনের ছেলে শেখ ইসহাক (৭০)।

শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে মরিয়ম বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। রুবিয়া বেগম শুক্রবার দুপুরে ভর্তি হন, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শেখ ইসহাক বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৭ জন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :