বিশ্বকাপের পর নেতৃত্বের পাঠ চুকোতে চলেছেন সাকিব আল হাসান!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। গত ১১ আগস্ট তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন অলরাউন্ডার।

তামিম ইকবাল দলে না থাকা নিয়ে বিতর্কের মধ্যে দেশের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেবেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’

তিনি আরও বলেন, ‘আর কোনো কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু অ্যাড করছে ক্যারিয়ারের এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

সাকিব আরও বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দেবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো! আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই! আমার কিছু বলার ও ছিল না! কারন পরের দিনে সবাই রওনা দিয়েছে! আমাকে সবাই বলছে আমি নাকি রিয়াদ ভাইকে নেইনি! এসব হাস্যকর কথা! মানুষের সাইলকোলজি এমন কেন! আমি কিছু জানি না! তাও আমার দোষ দেওয়া হয়েছে!’

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :