রিজওয়ান-শাকিলের জোড়া হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৬:৪৬

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমেছে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ৯২’র চ্যাম্পিয়নদের। দলীয় ১৫ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। এরপর দলীয় ৩৮ রানেই তাদের হারায় তিন টপ অর্ডারকে।

তবে জোড়া হাফ সেঞ্চুরিতে শুরুর সেই ধাক্কা সামলে দলকে ভালো স্কোরের দিকে নিয়ে যাচ্ছে প্রথম বিম্বকাপ খেলা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।

টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার ফখর জামানকে হারিয়ে বসে পাকিস্তান। ১৫ বলে ১২ রান করে বোলার ভ্যান ব্যাকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ব্যাটার। এরপর অধিনায়ক বাবর আজম নেমে উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন। কলিন অ্যাকারম্যানের বলে সাকিব জুলফিকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দলীয় ৩৪ রানে।

বাবরের বিদায়ের ৪ রান পর বিদায় নেন আরেক ওপেনার ইমাম উল হক। ১৯ বলে ১৫ রান করে ভ্যান ম্যাকরেনের বলে আরিয়ান দত্ত এর কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন পাকিস্তানের দলীয় রান ৩৮। এরপর রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন সৌদ শাকিল।

প্রথম বিশ্বকাপ খেলতে নামা সৌদ শাকিল ৩২ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। যেখানে রয়েছে ৭ টি চারের মার ও একটি ছয়।

প্রথম বিশ্বকাপ খেলা রিজওয়ানও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চরি করতে তিনি বল খরচ করেন ৫৮ টি। যার মধ্যে রয়েছে ৬ টি চারের মার।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনবিডব্লিউ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :