শচীনের সেমিফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তানের নাম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৯:৫৩ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৯:৫১

মাঠে গড়িয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাত্র শুরু হওয়া আসরের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যৎদ্বাণী করছেন কিংবদন্তি ক্রিকেটাররা। এবার এই তালিকায় যুক্ত হলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার? শচীন টেন্ডুলকারের। তিনি যখন কিছু বলেন, তখন গুরুত্ব তো দিতেই হয়। গুরুত্ব পাচ্ছে বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যদ্বাণীও।

অনেকের চোখে বিশ্বকাপের অন্যতম দাবিদার পাকিস্তানকে সম্ভাব্য সেমিফইনালিস্টের তালিকাতেই রাখেননি তিনি! তবে নিজ দেশ ভারতকে কোনো সন্দেহ ছাড়াই শিরোপার দৌড়ে ফেভারিট মনে করছেন এই কিংবদন্তি।

শচীন বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারত শিরোপার অন্যতম দাবিদার। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ।’ এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নাম। শচীন মনে করেন, ক্যাঙ্গারু বাহিনীও ভারতের মতো ভারসাম্যপূর্ণ দল।

তৃতীয় ও চতুর্থ দল নির্বাচন করতে গিয়ে তিনি বলেন, ‘তৃতীয় দল হিসেবে আমার পছন্দ ইংল্যান্ড। তারা এবারও অনেক শক্তিশালী দল। তাদের দলে রয়েছে বেশ কয়েকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়। আর আমার চতুর্থ পছন্দ নিউজিল্যান্ড। গত দুই আসরেই ফাইনাল খেলেছে তারা। আমি তাদের এবারও সেমিফাইনালে দেখছি।’

বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন শচীন টেন্ডুলকার। এসময় নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ট্রফি হাতে মাঠে প্রবেশ করা এক অন্যরকম অনুভূতি। ১২ বছর আগে এখানেই কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম আমরা। সেই রাতটা আমাদের জন্য ছিল বিশেষ কিছু।’

আরও যোগ করেন, ‘২০১১ সালের আগে কোনো স্বাগতিক দেশ বিশ্বকাপ জিততে পারেনি। এরপর থেকে প্রতিটি স্বাগতিক দল ঘরের মাঠে বিশ্বকাপ নিজেদের করে রাখছে। এবার ভারত আয়োজক দেশ, তাই আমি আশাবাদী।’

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :