৪০ বছরে যা হয়নি তা ১০ বছরে করে দেখিয়েছি: পীর মিসবাহ্

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৩, ২১:৩৯

আমি ভোটের হিসাব করে উন্নয়ন করিনা, গত ৪০ বছরে যা হয়নি তা গত ১০ বছরে উন্নয়ন করেছি তা দৃশ্যমান। আমি আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আর আপনাদের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাক্তারপাড় এলাকায় ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এমন মন্তব্য করেন।

আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ্ এমপি বলেন, আমার নির্বাচনী এলাকার সকল জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা ও ব্রিজ এলজিইডির বিভিন্ন প্রকল্পে অন্তর্ভূক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলোর কাজ বাস্তবায়ন করছে এলজিইডি।

তিনি বলেন, আমি যে পরিকল্পনা নিয়ে এলজিইডিতে প্রকল্প অন্তর্ভূক্ত করেছি তা বাস্তবায়ন হলে এই দুই উপজেলার কোন গ্রামই আর পাকা রাস্তার বাহিরে থাকবে না। আপনাদের এই সোনাপুর ব্রিজ নির্মাণের জন্য কয়েক বছর আগে আমি এলজিইডিকে নির্দেশনা দিয়েছিলাম। তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে আজকে আমি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :