এরশাদের প্রশংসা করে বিদিশা বললেন, জিএম কাদের জাতীয় পার্টি ক্যারি করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক,ঢাকা টাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:২৯ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪১

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রশংসা করলেন তার স্ত্রী বিদিশা সিদ্দিক। বিপরীতে এরশাদের ভাই জিএম কাদেরের সমালোচনা করেন তিনি। বলেন, ‘তিনি জাতীয় পার্টি ক্যারি করতে পারবেন না। তিনি পারসোনাল পলিটিক্স করছেন এখানে।’

‘এরশাদ মারা গিয়ে অমর হয়ে আছেন’ বলেও মন্তব্য করেন বিদিশা সিদ্দিক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। স্বল্প সময়ের ওই সাক্ষাৎকারে বিদিশা তার রাজনৈতিক জীবনের নানা প্রতিবদ্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনের আগে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকারের শুরুতেই এরশাদের প্রশংসা করেন বিদিশা সিদ্দিক। বলেন, ‘এরশাদের বিকল্প আরেকজন এরশাদ জীবনেও হবে না। আর জাতীয় পার্টি কখনোই এরশাদ নামটি ছাড়া হবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা আমার। এটা আমি বহুবার বলেছি।’

এরশাদের সঙ্গে তার ভাইয়ের (জিএম কাদের) তুলনার প্রশ্নই আসে না—মন্তব্য করে বিদিশা বলেন, ‘তার জায়গায় তিনি। যেখানে এরশাদের উচ্চতা, যেখানে ছিলেন এরশাদ সেখানেই আছেন। তিনি মারা গিয়ে আজকে অমর হয়ে আছেন।’

দেশের বর্তমান অবস্থাকে ‘ক্রাইসিস’ হিসেবে আখ্যায়িত করেন বিদিশা সিদ্দিক। বলেন, ‘এরশাদ বেঁচে থাকলে দেশের কল্যাণে কাজে আসতেন এবং সহযোগিতা করতেন।’

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনাও করেন তার ভাইয়ের সাবেক স্ত্রী। বলেন, ‘আর সেখানে (জাতীয় পার্টি).. যেখানে আরেকজন আছেন, তাকে দিয়ে অন্তত জাতীয় পার্টি.. তিনি ক্যারি করতে পারবেন না। তিনি পারসোনাল পলিটিক্স করছেন এখানে। আর এই পারসোনাল পলিটিক্সের অবসান খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই হবে, আপনারা দেখতে পারবেন।’

বাংলাদেশের সাবেক ফার্স্ট লেডি ছিলেন সেই কথা মনে করিয়ে দিয়ে বিদিশা বলেন, ‘ওখানেই কিন্তু আমার চাওয়া এবং পাওয়া ,পারসোনালি আর কিছু নেই। ওটা আমার শেষ হয়ে গেছে। আমার নিজের জন্য আমি আর কোনো সম্মান, বাড়তি কোনো কিছু.. মনে হয় না আমার প্রয়োজন আছে। আমার এখন দেয়ার পালা।’

বয়স ৫০ পেরিয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘আল্লাহ যদি আমাকে আরও ৫ বছর, ১০ বছর বাঁচিয়ে রাখেন আমি চাইব, আমি যেন কাজ করতে পারি।’

দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাওয়ার সংকল্পের কথা তুলে ধরে বিদিশা বলেন, ‘দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং সেই কাজের সুযোগটা হচ্ছে একটা পলিটিক্যাল প্লাটফর্ম।’

নিজের রাজনৈতিক জীবনের নানা বাধা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বিদিশা বলেন, ‘আমার বেলায় একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে আমার কমপিটিটর বহু মানুষ আছেন। আমার..আমাদের পরিবারের লোকরাই হচ্ছেন আমাদের কমপিটিটর। তারা কখনোই চায় না আমাকে বা আমার সন্তান এরিক আছে, এরশাদের একমাত্র সন্তান, এরিক যেন সুযোগ না পায় এবং এরিকের মা যেন সুযোগ না পায়। এজন্য প্রতিবন্ধকতা কিন্তু সব থেকে বেশি আমার জন্যই আসলে তৈরি করা হয়েছে।’

নানা ধরনের প্রতিবদ্ধকতা মোকাবেলা করার পরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও উঠে আসে বিদিশার কণ্ঠে। তিনি বলেন, ‘এই যুদ্ধ, এই চড়াই উৎরাই এগুলোর ভেতর দিয়েই কিন্তু পার হয়ে আমি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যেতে এবং আমি বিশ্বাস করি আগামী দিন আমার।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নীরবতা নিয়ে প্রশ্ন এলে বিদিশা সিদ্দিক বলেন, ‘আমি একটু চুপই আছি। আপনারা যেটা বলতে চাচ্ছেন..আমি চুপ কেন?’

‘বেসিক্যালি এখন যেভাবে বিদেশিরা কথা বলছেন, দেশি মানুষদের কথা বলার সুযোগ কোথায়’, পাল্টা প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘তবে তারা যেটা বলে গেছেন যে সংলাপ হওয়া প্রয়োজন, আই ডু এগ্রি। আমি মনে করি যে সংলাপের বিকল্প কোনো কিছুই হতে পারে না।

সুষ্ঠু একটা নির্বাচনের জন্য সব পার্টিকে সংলাপে বসার আহ্বান বিদিশা। বলেন, ‘বড় দল, ছোট দল, ছোট ছোট দল.. ইনডিভিজুয়াল যারা আছে তাদের মতো মানুষ যারা, আমাদের মতো মানুষ যারা রাজনীতিতে আছে এবার তাদেরকে সুযোগ দেওয়া হোক।’

‘আমাদেরকে অন্তত এবার নির্বাচন করতে দেওয়া হোক বিসাইড বড় ব্যানার। ছোট ব্যানারের মানুষ যারা পলিটিশিয়ান আছেন, যারা পলিটিক্স করতে চান ,ইয়াং জেনারেশন যারা, আপনারা মনে করবেন বা ভাববেন যে এরা কথা বলতে পারবে। পার্লামেন্টে গিয়ে আলাপ করতে পারবে। দেশের মানুষের জন্য ফাইট করতে পারবে। তারা তাদের এলাকার মানুষের জন্য কথা বলতে পারবে। তাদেরকে আমি মনে করি এবার ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত’—বলেন বিদিশা সিদ্দিক।

তিনি আরও বলেন, ‘একটা ভালো ফ্রি এ্যান্ড ফেয়ার ইলেকশন আমার মনে হয় এবার হওয়া উচিত এবং সেই লক্ষ্যেই আমরা সবাই কাজ করছি।’

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জিএম/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, এবার কতদিন থাকতে হবে হাসপাতালে?

ত্যাগের মহিমায় মানবসেবা করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ: মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :