লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ১৫:৩২

লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বঙ্কু বিহারী জিউর আখড়ায় এ বস্ত্র বিতরণ করা হয়।

মানবতাই স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের উদ্যোগে এমন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ও মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আশফাকুর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আবদুল মতিন ভূঁইয়া, সবুজ বাংলাদেশের সভাপতি শাহিন আলম।

বঙ্কু বিহারী জিউর আখড়ার সভাপতি চিত্ত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী রাজীব হোসেন রাজু, ইউপি সদস্য আব্দুল মালেক, নাসির উদ্দীন, বঙ্কু বিহারী জিউর আখড়ার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :