২৩ বছরে মিশন থেকে সশস্ত্র বাহিনীর আয় ২৭ হাজার ৯৪১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৯:২৬

গত ২৩ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশন থেকে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা আয় করেছে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি পাঁচ লাখ ৮০ হাজার ৭৪৩ দশমিক ৬১ মার্কিন ডলার, যা দেশি মুদ্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।

দেশে বন আচ্ছাদিত ভূমি ১৪.শতাংশ: নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ। আর বন আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ১৪ দশমিক শূন্য ১ শতাংশ।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন বলেন, দেশে সংরক্ষিত বনভূমির পরিমাণ ৯১ হাজার ৩৮১ দশমিক ৮৯ একর। সংরক্ষিত বনভূমি চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারী, নওগাঁ ও নোয়াখালী জেলায় অবস্থিত। মোজাফ্ফর হোসেনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বনভূমির পরিমাণ ২৫ লাখ ৭৫ হাজার হেক্টর।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের টাকায় প্রকল্প: মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে বরাদ্দকৃত অর্থ ও তহবিলের সুদ থেকে ৩ হাজার ৬৯০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮৬১টি সরকারি ও ৬১টি বেসরকারিসহ ৯২২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬০১টি সমাপ্ত হয়েছে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে শিল্পমন্ত্রীর সনদ বিতরণ

সন্ধ্যায় উপকূলে আঘাত হানতে পারে রেমাল, অগ্রভাগের প্রভাব শুরু

১৬ জেলার মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান দুর্যোগ প্রতিমন্ত্রীর

ঈদে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে গার্মেন্টস শ্রমিকদের যাত্রায় সমাধান দেখছে পুলিশ

ঘূর্ণিঝড় রেমাল: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় রেমাল: সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ

আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক আর নেই

সাত অঞ্চলে নদীবন্দরে চার নম্বর মহাবিপদ সংকেত

এই বিভাগের সব খবর

শিরোনাম :