ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ১০ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৪| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:২৭
অ- অ+

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ১০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন এবং আরও ১০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রয়েছে।

আজ রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বিএনপির ডাকা এই অবরোধের আগের রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১০টি বাস পোড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আজ ভোরেও বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে র‍্যাব এবং ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাছাড়া গত কয়েকদিনে দলটির কেন্দ্রীয় অনেক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা