শ্রীপুরে সাংবাদিক রাতুলের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২০:১৭ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ২০:০৩

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রাতুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় রাতুল মন্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চ স্বরে বলে ‘ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে।’ এই বলে আসামিরা আমার ওপর হামলে পড়ে।

পরে বিবাদীরা গালিগালাজ শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে পুনরায় মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে। এ সয় আসামিরা নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :