খুলনায় দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ ১৪ শিবিরকর্মী গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২৩:২৯ | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ২২:২৩

খুলনার দৌলতপুরের পাবলা এলাকায় কপোতাক্ষ ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও রামদা, জিহাদি বই, লাঠি, গরান কাঠের লাঠি, ২ লিটার পেট্রোল, ১৪ টি প্যানা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিএল কলেজ ছাত্র শিবিরের সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব হাসান তৈয়বুর রহমান (২৬), বিএল কলেজ ছাত্র শিবিরের সহ-সভাপতি মো. মিন্টু শেখ (২২), বিএল কলেজ ছাত্র শিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন (১৯), বিএল কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম (২৬), বিএল কলেজ ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মো. ইয়াসিন আরফাত (২৩), বিএল কলেজ ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মো. আব্দল্লাহ বুখারী (২১), বিএল কলেজ ছাত্র শিবিরের সদস্য জাহাঙ্গীর আলম (২১), বিএল কলেজ ছাত্র শিবিরের সদস্য আব্দুল্লাহ আল মামুন (২২), ম্যানগ্রোভ ইম্পিরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র শিবিরের সভাপতি মো. ফাহিম মোরশেদ (২১), খুলনা মহানগর ছাত্র শিবিরের সদস্য মো. রাকিবুজ্জামান (২৩), খুলনা মহানগর ছাত্র শিবিরের সদস্য মো. মহিবুল্লাহ (১৯), খুলনা মহানগর ছাত্র শিবিরের সদস্য মো. রাকিব হাসান (২০), খুলনা মহানগর ছাত্র শিবিরের সদস্য মাহি চৌধুরী (২৩), খুলনা মহানগর ছাত্র শিবিরের সদস্য সেলিম হোসেন (২৩)।

এছাড়াও এ সময় নগরীর দৌলতপুর থানা জামায়েত ইসলামীর সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া (৫৫), দৌলতপুর থানা জামায়েত ইসলামীর সহ-সভাপতি আজিজুর রহমান স্বপন (৫৩) ও দৌলতপুর থানা জামায়েত ইসলামীর সহ-সভাপতি মো. আশরাফ শেখ (৫৮) সহ ৫০ থেকে ৬০ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ৫০-৬০ জন সেখানে বসে নাশকতা করার পরিকল্পনা করছিল।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বলেন, দৌলতপুর থানা পুলিশ সাবেক ছাত্রশিবির নেতা ফরিদুর রহমান নিলুর মালিকানাধীন কপোতাক্ষ ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে এ সময় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল।

মঙ্গলবার বিকালে মামলা করে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :