হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল এপিবিএন

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৩, ২১:২৮

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল এবং বিকাশে ভুলে চলে যাওয়া ৩৮ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ২-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বান্দরবান।

শুক্রবার সকালে মেঘলা হেডকোয়ার্টার্সে ২-আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও বিকাশে ভুলে চলে যাওয়া টাকা ফিরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আমিনুল ইসলাম, রিয়ার হেডকোয়ার্টার্সের ক্যাম্প কমান্ডার (পুলিশ পরিদর্শক) শওকত আলী।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ২-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বান্দরবান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৩৮ হাজার ৪৩০ টাকা উদ্ধার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন থানায় অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করে ২-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বান্দরবান।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :