স্বপ্নের বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুরে, আনন্দ উচ্ছ্বাস

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ২২:৩০

জামালপুর-চট্টগ্রাম রুটে প্রথমবারের মতো বিজয় এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে। শুক্রবার রাত ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে জামালপুরবাসীকে আনন্দে উল্লাস করতে দেখা গেছে।

এর আগে বিকাল থেকেই দীর্ঘ প্রতীক্ষার পর বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে আসবে শুনে আনন্দ উচ্ছ্বাস করে হাজারো জনতা।

মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম জানান, জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার প্রহর আজ পূরণ হল। বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর পর্যন্ত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এদিকে ট্রেনটি জামালপুরে আসা পর্যন্ত যারা অক্লান্ত চেষ্টা চালিয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুরে আসা উপলক্ষে রেলস্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এ সময় আরও বক্তব্য দেন জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সদস্য এস এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল মাহমুদ জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জামালপুরে এসে পৌঁছাবে এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৮টা ১০ মিনিটে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :