সিআইডির ‘ফ্রেডি’ আর নেই

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫
অ- অ+

যকৃতের জটিলতায় অবশেষে মারা গেলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ÔসিআইডিÕর অভিনেতা দীনেশ ফাডনিশ। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার

সিআইডি ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ অর্থাৎ ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান দীনেশ ফাডনিশ। তার সহঅভিনেতা অভিনয়শিল্পী দয়ানন্দ শেঠির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ মঙ্গলবার মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে তার শেষকৃত্য হবে। মৃত্যুর সময় তিনি স্ত্রী নয়না ও মেয়ে তানুকে রেখে গেছেন।

তাকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই তার মুম্বাইয়ের বাসায় হাজির হন।

৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি ছিল সিআইডি। এটি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকটিতে তার চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা বড় পর্দাও কাজ করেছেন। আমির খান অভিনীত ‘সারফারোশ’ ও হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ ছবিতে অভিনয় করেন তিনি।

(ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/বিবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা