নোয়াখালীর বেগমগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকাণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২১

নোয়াখালীর বেগমগঞ্জে রাজমনি টায়ার রিসোলিং ফ্যাক্টরিতে ভয়াবহ

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কারখানার দুটি মেশিন ও গোডাউনে থাকা বিপুল মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কারখানা মালিক দ্বীন মোহাম্মদ মিয়া জানান, রাতে হঠাৎ করে সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি আগুনের শিখা কারখানার ওপর পড়লে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কারখানার দুটি মেশিন ও গোডাউনে থাকা বিপুল সংখ্যক টায়ারসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ আমিন জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :