ঢাবি ব্যান্ড সোসাইটির সভাপতি ইনজামাম ও সম্পাদক রুদ্র

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস) এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. ইনজামাম উল ইবনে কবীর এবং সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায় নির্বাচিত হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মডারেটর ড. মাহবুবুর রহমান লিটু নতুন এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শিবলী হাসান জয়, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং নতুন কমিটির সভাপতি মো. ইনজামাম উল ইবনে কবীর এবং সাধারণ সম্পাদক হিসেবে রুদ্র প্রসাদ রায়সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান লিটু বলেন, আমরা আশা করি নতুন এই কার্যকরী পরিষদ সকলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আরো বেশী সমৃদ্ধ করবে এবং তরুণদেরকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘোষিত নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন মো. ইফতেখারুল দিনার ও চেমন ফারিয়া ইসলাম মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক সারিকা মাসতুরা, সাংগঠনিক সম্পাদক রিদোয়ান সালেহ চৌধুরী, দপ্তর সম্পাদক রিফাত হোসেন দিগন্ত, অর্থ সম্পাদক শিরিয়া শবনম রাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিমা নাসরিন, অনুষ্ঠান সম্পাদক সিয়াম মাহবুব,শৃঙ্খলা সম্পাদক মুর্তুজা হাহান খান, মানব সম্পদ সম্পাদক নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক সালমান শাহরিয়ার, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ হাসান এবং সদস্য পদে অনিদ হাসান, সামি আজমাইন,সোহানুর রহমান।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড মিউজিক্যাল সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি’ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, ব্যান্ড সঙ্গীত বিষয়ক সেমিনার আয়োজন, ভাষার মাসে ‘আমার ভাষার গান’ আয়োজনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসকে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি: ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা