মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় নাসুমের রহস্যজনক পোস্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১

কিছুদিন আগেই পর্দা নেমেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপের পরেই আলোচনায় এসেছিলেন বাঁ-হাতি টাইগার স্পিনার নাসুম আহমেদ। একটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল,বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের গায়ে হাত তুলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন কাণ্ডে তদন্ত করার কথাও জানিয়েছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই ঘটনাকে ডাহা মিথ্যা বলেছেন।

এবার আবারও আলোচনায় এসেছন নাসুম আহমেদ। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে নাসুমের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিজের ভেরিফায়াড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে।’

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নাসুমের এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। এ পোস্টের মধ্যদিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার না হলেও নেটিজেনরা বেশ কিছু সমাধান বের করেছেন। তাদের মধ্যে একজন লেখেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে ১৬টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে।

সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের দেয়া এ সমাধানকে একেবারেই অযৌক্তিক মনে করা যাবে না। কারণ বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কঠিন সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতে হয়তো এই পোস্ট দিয়েছেন তিনি।

বিশ্বকাপে নাসুমকে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে’র চড় মারা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাকে বলা হয়েছে (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

তিনি আরও বলেন, ‘এখানে একাধিক সমস্যা। আমি শুধু মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় আমি আরও অনেক বেশি জড়িত ছিলাম এসব ব্যাপারে। এই সাত-আট মাস আমি যখন এটা বন্ধ করেছি, আসলে বিসিবির যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে। বিসিবি থেকে কেউ কথা বলছে না। একেকজন হয়তো নিজের মত দিচ্ছে, কিন্তু বিসিবিকে প্রতিনিধিত্ব করছে না।'

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :