ঈগলের পক্ষে মাঠে নামলেন ইকবাল হোসেন রাজু

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৬ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ঈগল প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

বুধবার বিকালে পৌর এলাকার মসজিদ মার্কেটে উপজেলা জাতীয় পার্টির ব্যানারে এক সভার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ঈগল প্রতীকের পক্ষে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের ঈগল প্রতীককে সমর্থন দেওয়া হয়েছে। দেবিদ্বারে দুঃশাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন। দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূল করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সমর্থনের মর্যাদা রাখবো। উন্নত, স্মার্ট দেবিদ্বার গড়ে তুলতে আপনাদের পাশে নিয়ে এগিয়ে যাবো।

সভায় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার, দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মনিরুল ইসলাম ভুঁইয়া।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা আ.লীগের স্বৈরাচারী-বর্বর চরিত্রের বহিঃপ্রকাশ: মান্না

আইন উপদেষ্টাকে হেনস্থার প্রতিবাদে যুব অধিকার পরিষদের মশাল মিছিল 

র‌্যালি শেষে নয়াপল্টনে রাজপথের আবর্জনা পরিষ্কার করে দিল বিএনপি নেতাকর্মীরা

শোকজের জবাবে যা বললেন বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী

আসিফ নজরুলকে হেনস্তার নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

আসিফ নজরুলকে হেনস্তায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ঢাবিতে ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়: ছাত্রদল

সাবেক সংসদ সদস্য তাহজীব আলমের তিন দিনের রিমান্ড

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :