সকল অপশক্তিকে রুখে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে: পঙ্কজ নাথ

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৬| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২০:৩৮
অ- অ+

সকল অপশক্তিকে রুখে দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বরিশাল-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এ মন্তব্য করেন তিনি।

পঙ্কজ দেবনাথ বলেন, উন্নয়নের এ ধারা কেউ রুখতে পারবে না। এ সময় উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কাউন্সিলর এস এম শাজাহান সোহেল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম এস ফরাজি সহ অনেকে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চরবডুবা আমির বয়াতি বাড়িতে উঠান বৈঠক ও পৌরসভার ১নং ওয়ার্ডে মোকলেছুর রহমান বিশ্বাস বাড়ির উঠান বৈঠকে অংশ নেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শাম্মীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এই আসনে এখন অনেকটা ফাঁকা মাঠেই গোল দেবেন আওয়ামী লীগের দুইবারের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

পঙ্কজ দেবনাথের সঙ্গে লড়াই করতে টিকে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা