আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনারগাঁয়ে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ২১:২৮

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ নির্বাচনি এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামান সাহেবের বাড়িতে নৌকা সমর্থিত ৩ হাজার নেতাকর্মীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় ওই বাড়ির বাসিন্দা ও অনুষ্ঠানের আয়োজক ব্যবসায়ী বৈদ্যেরবাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের (মধু ঠাকুরের বাড়ি) সভাপতি হারুনুর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :