নির্বাচনকে ঘিরে সেন্টমার্টিনে তিন দিন জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক চলাচল তিন দিন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে পরদিন ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত দ্বীপে পর্যটক চলাচল নিষিদ্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট যানবাহন মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনের নির্দেশিত বন্ধের দিনের আগের দিন ৬ জানুয়ারি এবং পরের দিন ৮ জানুয়ারিও যান চলাচল বন্ধ রাখা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শনিবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমার্টিনে যেহেতু জাহাজ চলাচল নির্ভর মানুষজন আসা যাওয়া করে তাই কোনো পর্যটক যাতে অবস্থান না করে এ জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কক্সবাজারেও ভোটের দিন হোটেল-মোটেল জোন বন্ধ রাখার কথা জানান তিনি।

উল্লেখ্য, দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত গণমাধ্যমকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে গেলে সব স্বাভাবিকভাবে চলবে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :