নেত্রকোনায় আগুন দেয়া কেন্দ্রেও ভোট হবে

কেন্দুয়া (নেত্রকাণা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ২৩:০৩

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পারভীন সিরাজ মহিলা কলেজ ও কান্দিউড়া ইউনিয়নের বেতগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ করা হবে।

শনিবার দুপুরে এ দুটি কেন্দ্রে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সেলিম মিয়া জানান, ভোটকেন্দ্রের বারান্দার বাইরে কিছু খড় দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এতে নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।

জানা গেছে, নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের আটপাড়ায় ৫৩টি ও কেন্দুয়ায় ৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার মধ্যে দুটি কেন্দ্রে শনিবার বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় হরতাল সমর্থনকারীরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, কেন্দ্রগুলোতে গ্রাম পুলিশের সদস্যরা পাহারায় ছিলেন। তারা ও স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলেছেন। এতে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেলেও ভোটগ্রহণে কোনো অসুবিধা হবে না।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :