নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর ও বন্দর) বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমান। তিনি ১ লাখ ১৫ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ার প্রতীকের প্রার্থী এএমএম একরামুল হক পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।
রবিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম তার কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য পদে সর্বমোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)