‘আইসিটি ও প্যাডাগোজি বিষয়ে সমন্বিত প্রশিক্ষণে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে’

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও প্যাডাগোজি বিষয়ে সমন্বিত শিক্ষক প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ও সংস্কার আসবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আইসিটি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। একইসঙ্গে শিখন পদ্ধতি শেখায়ও গুরুত্বারোপ করতে হবে। এসব ব্যবহারিক জ্ঞানার্জনের মধ্যমে দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাজধানীতে প্রবাসীকল্যাণ ভবনে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত ‘ফাইনালাইজিং ট্রেনিং মডিউলস অব আইসিটি অ্যান্ড প্যাডোগোজি টিওটি কোর্সেস ফর টারশিয়ারি লেভেল কলেজ টিচার্স’ শীর্ষক জাতীয় কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, উন্নত বিশ্বের চাহিদার নিরিখে আমরা আমাদের কারিকুলাম সাজাচ্ছি। এতে দক্ষতা ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্বারোপ করা হচ্ছে। এরফলে দক্ষতানির্ভর স্মার্ট নাগরিক তৈরি করা সম্ভব হবে। জাতীয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন সিইডিপির প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মোহাম্মদ খালেদ রহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. দিবা হোসেইন।

(ঢাকা টাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি বিএনসিসির প্রাক্তনদের হাতপাখা বিতরণ কর্মসূচি

কুবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

শনিবার খুলবে স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয়

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :