‘মেসি, মেসি’ স্লোগান শুনে অশ্লীল অঙ্গভঙ্গি, শাস্তির শঙ্কায় এবার রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ক্রিস্টিয়ানো রোনালদোও সৌদি আরব গিয়েও গোল করেই চলেছেন। গত রবিবার সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছিলেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাইলফলকের ম্যাচে খবরের শিরোনাম হন অন্য কারণে। আল শাবাব সমর্থকদের ‘মেসি মেসি’ স্লোগানের প্রতিক্রিয়ায় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন সিআর সেভেন। ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ব্যাপক সমালোচিত হচ্ছেন পর্তুগিজ সুপারস্টার।

মরুর দেশটিতে পাড়ি জমানোর পর বেশ কয়েকবার এমন অশোভন অঙ্গভঙ্গির কারণে তোপের মুখে পড়েছিলেন রোনালদো। গেল বছরের এপ্রিলে এক ম্যাচ শেষে রোনালদোর এমন অশালীন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন নোংরা আচরণ অনেকেই মানতে পারছিলেন না। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে 'সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারকারীকে বের করে দাও' স্লোগান ছিল ট্রেন্ডিং। যদিও ক্লাব আল নাসরকে সেসময় পাশে পায় রোনালদো।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এবার অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হতে পারে রোনালদোকে।

২০২২ এর ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর গত ১৪ মাসে অনেকবারই ‘মেসি, মেসি’ স্লোগানের মুখোমুখি হতে হয়েছে রোনাদোকে। সেই সঙ্গে একধিকবার অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। গত বছর এপ্রিলে একই ধরনের অভিযোগে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। তবে সেবার শাস্তি এড়াতে পেরেছিলেন তিনি। এবার তা পারেন কিনা -জানতে অপেক্ষা করতে হবে কিছুটা সময়।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :