বাগেরহাটে রাস্তায় পড়েছিল সাবেক ইউপি চেয়ারম্যানের মরদেহ

​​​​​​​বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৪
অ- অ+

বাগেরহাট সদরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান নকিব আকবর আলীর (৭২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মুনিগঞ্জ সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অবস্থায় নকিব আকবরকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নকিব আকবর বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বসবাস করতেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, হাজার পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় নকিব আকবর আলী এবং তার মোটরসাইকেলটি পড়েছিল। পরে তারা একটি ইজিবাইকে করে নকিবকে জেলা হাসপাতালে নিয়ে আসেন।

নকিব আকবর আলীর জামাতা অ্যাডভোকেট এনামুল হোসেনের দাবি, এটা হত্যাকাণ্ড হতে পারে। কারণ তার চোখ, কপাল মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, তার অনেক শত্রু ছিল। তারা এই ঘটনা ঘটাতে পারে।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এটি হত্যা না দুর্ঘটনা স্পষ্ট করে বলতে পারছি না। তদন্তপূর্বক এই মৃত্যুর কারণ উদঘাটন করতে পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, নকিব আকবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরদার বলেন, ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা