বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কর্মবিরতি

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪, ১৯:২২

ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরের স্কেলে ওজন করার পর খালি ট্রাক ওজনের বাধা দেওয়ার প্রতিবাদে বন্দর ব্যবহারকারি সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।

বুধবার দুপুর থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, পণ্যবোঝাই ট্রাক স্কেলে ওজন করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক ওজন না করলে পণ্যের সঠিক ওজন নির্ণয় করা সম্ভব হয় না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য বোঝাই যে সব ট্রাক বেনাপোল বন্দরে আসে পণ্যসহ প্রতিটি ট্রাকই বন্দর স্কেলে ওজন করা হয়ে থাকে।

বন্দরে পণ্য আনলোড করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাকগুলো ওজন করা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে আজ

দুপুর ১২ টার দিকে বন্দর কর্তৃপক্ষ খালি ট্রাক ওজনে বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বন্দর ব্যবহাকারী হিসেবে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, খালি গাড়ি ওজনের একটা নিয়ম আছে। খালি গাড়ি ওজন করতে হলে লিখিত আবেদন করতে হবে। আবেদন করলে ওজনের সুযোগ আছে

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :