বাউফলে জাটকা পাচারের সময় ৩ জন গ্রেপ্তার 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৯:৫২ | প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ১৯:৪৯

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাটকা পাচারের সময় ৩ জন মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

সোমবার ভোর ৬টায় উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে সাতশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৫), বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল লতিফ (২৭) ও একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম খাঁ (২২)

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বলেন, গোপন সূত্রে খবর পাই যে কালাইয়া লঞ্চ ঘাটের পূর্বপাশে জাটকা ইলিশ পাচার করার জন্য রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ৬টার দিকে অভিযান করলে সাতশ কেজি অবৈধ জাটকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকা টাইমস/১১মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :