টঙ্গীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ২১:২৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে দক্ষিণ আউচ পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুরচর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে শামীম মিয়া (২৬) ও একই জেলার ইসলামপুর থানার সাভার চর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মানিক মিয়া (২৯)।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচ পাড়া এলাকায় জনৈক গিয়াসউদ্দিন খানের ভাড়া বাসা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা ও মাদক বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা