অপহরণ-ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৭| আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪:১৪
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার আজাহার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আজাহার জানান, রাজধানীর কাঁঠালবাগান এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে কাশিয়ানী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহৃত কিশোরী কাশিয়ানীর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ১ জানুয়ারি ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাশিয়ানী পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে নয়ন তার সহযোগী মাহাবুব ও আরিফুলসহ অজ্ঞাত ২-৩ জনের সহায়তায় ভিকটিমের পথরোধ করে। এসময় তাকে একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। ভিকটিমের পরিবার সহপাঠীদের মাধ্যমে জানতে পারে, তিনি স্কুলে যাননি। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শী একজন পথচারী স্কুলছাত্রীকে অপহরণের বিষয়টি জানান। এ ঘটনার পরের দিন অপহৃত ছাত্রী কৌশলে নয়নের মোবাইল দিয়ে পরিবারকে বিষয়টি জানান। এসময় তাকে ধর্ষণ করা হয়েছে বলেও জানানো হয়। ভিকটিমের বাবা পরে কাশিয়ানী থানায় নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা