অপহরণ-ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪:১৪ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার আজাহার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আজাহার জানান, রাজধানীর কাঁঠালবাগান এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে কাশিয়ানী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহৃত কিশোরী কাশিয়ানীর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ১ জানুয়ারি ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাশিয়ানী পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে নয়ন তার সহযোগী মাহাবুব ও আরিফুলসহ অজ্ঞাত ২-৩ জনের সহায়তায় ভিকটিমের পথরোধ করে। এসময় তাকে একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। ভিকটিমের পরিবার সহপাঠীদের মাধ্যমে জানতে পারে, তিনি স্কুলে যাননি। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শী একজন পথচারী স্কুলছাত্রীকে অপহরণের বিষয়টি জানান। এ ঘটনার পরের দিন অপহৃত ছাত্রী কৌশলে নয়নের মোবাইল দিয়ে পরিবারকে বিষয়টি জানান। এসময় তাকে ধর্ষণ করা হয়েছে বলেও জানানো হয়। ভিকটিমের বাবা পরে কাশিয়ানী থানায় নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

নারায়ণগঞ্জে নারী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার ঘটনায় সারাদেশে ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ছাত্রলীগ মারলে ৫ হাজার, পুলিশ মারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছিল: ডিবি

সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

কোটা আন্দোলনে সহিংসতায় জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ থাকতে পারে: সিটিটিসি

নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেপ্তার

দোয়ারাবাজারে ৫৩৫০ কেজি ভারতীয় চিনিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সাদিক অ্যাগ্রোর ইমরানসহ সাতজনের নামে মামলা, সরকারি পাঁচ কর্মকর্তাও আসামি

বিপুল সম্পদ নিয়ে যা বলছেন `চারশ কোটির পিয়ন’ জাহাঙ্গীর

নায়িকার গাড়িচালক থেকে প্রধানমন্ত্রীর পিয়ন, বিপুল সম্পত্তির মালিক বনে জাহাঙ্গীর চেয়েছেন সাংসদ হতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :