ভাসানটেকে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধদের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৪| আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:০৯
অ- অ+

রাজধানীর ভাসানটেকে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ছয়জনের একজন মারা গেছেন। তার নাম মেহেরুন্নেছা। বয়স ৬৫।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহেরুন্নেছা কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।’

এছাড়া বাকিদের মধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন বলেও জানান এই চিকিৎসক।

এর আগে শুক্রবার ভোর চারটায় পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালবাট রোডের ৪/১৩ নম্বর বাসাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ছয়জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাড়িটির কেয়ারটেকার সিফাত হোসেন।

এদিন সিফাত ঢাকা টাইমসকে মুঠোফোনে বলেন, ‘ভোর চারটার দিকে মশার কয়েল ধরাতে গেলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় ওই পরিবারের ছয়জনের গায়ে আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই।’

(ঢাকাটাইমস /১২এপিল/এইচএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা