কুড়িগ্রামের তিন উপজেলায় ৩৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২৩:১৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের তিনটি উপজেলায় ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৫জন,ভাইস চেয়ারম্যান পদে ১১জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, মঞ্জুরুল ইসলাম রতন, সাইদুল হাসান দুলাল, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ মিয়া, এএএম ওয়াহেদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪জন। তারা হলেন- তাজুল ইসলাম, সৈয়দ তানভীর ওয়াহীদ, আব্দুল আউয়াল ও আব্দুর রব। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকৃত তিন প্রার্থী হলেন-আফরোজা বেগম, শিম্মি খাতুন ও মাহবুবা বেগম।

উলিপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-গোলাম হোসেন মন্টু, এম কফিল উদ্দিন, আহসান হাবীব রানা, সাজাদুর রহমান তালুকদার সাজু এবং স.ম আল মামুন সবুজ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩জন। তারা হলেন-আবু সাঈদ সরকার, আজাহার আলী সরকার রাজা ও মাহমুদ কলি। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকৃত তিন প্রার্থী হলেন, রিপা বেগম, মতি শিউলী ও মুশতারী রহমান চন্দনা।

রাজারহাট উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন-জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, আবুনুর মো. আক্তারুজ্জামান, আবু তালেব এবং এ টি এম ফিরোজ মণ্ডল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন চারজন। তারা হলেন-আশিকুর ইসলাম মণ্ডল সাবু, অজয় সরকার, নাজমুল হুদা নাজু এবং আব্দুল ওয়াহেদ মণ্ডল। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত চার প্রার্থী হলেন-মাধবী রানি, কোরায়শী লায়লা ফেরদৌসী বীথি,ফারজানা আক্তার এবং রতনা বেগম।

উল্লেখ্য, আগামী ২১মে দ্বিতীয় দফায় কুড়িগ্রামের এই তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :