এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১১:৪০

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচে মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইটি এল ক্লাসিকো নামে পরিচিত। লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারায় ভিনি-বেলিংহামরা। রোমাঞ্চকর এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৫ গোলের ‘এলক্লাসিকোতে’ শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও শেষমেষ বার্সেলোনাকে ৩-২ হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছাকাছি চলে গেছে রিয়াল। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বার্সাকে হারালো রিয়াল। শিরোপা নিশ্চিতে তাদের সামনে আছে আরও ৬টি ম্যাচ।

চ্যাম্পিয়্ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কাছে হতাশাজনক হারের পর বার্সার প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর। সে লক্ষ্যে রিয়ালের বিপক্ষ ম্যাচে দুইবার এগিয়েও যায় কাতালনের ক্লাবটি। তবে শেষমেষ আর জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি তারা। অ্যাওয়ে ম্যাচে হারতেই হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

বর্তমানে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আর ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিরোনা।

গতকাল ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের মাত্র ৬ মিনিটে এন্ড্রিয়াস ক্রিসটেনসেনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। সেই গোল ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টিতে শোধ (১-১) করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করে বার্সা। এবার গোল করেন ফারমিন লোপেজ। একেবারে কাছ থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি। এতে বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

তবে বার্সার দ্বিতীয় গোল শোধ করতে বেশি সময় নেয়নি রিয়াল। মাত্র ৪ মিনিট পরই লুকাস ভ্যাসকুয়েজের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। খেলার মূল সময়ে আর কোনো গোল হয়নি বিদায় বার্সার সমর্থকদের আশা ছিল অন্তত ১ পয়েন্ট নিয়ে হলেও আসতে পারবে জাভির শিষ্যরা।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ে এসে বার্সার ১ পয়েন্ট পাওয়ার আশাও গুড়েবালি করে দেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহাম। ৯০+১ মিনিটে লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন এই ইংলিশ তারকা। এতে ৩-২ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :