অনথিভুক্ত দম্পতিদের বৈধতা দেবেন বাইডেন, নাগরিকত্ব পাবেন ৫ লাখ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ২২:৫৮
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নাগরিকদের অনথিভুক্ত স্পাউসদের (স্বামী বা স্ত্রী) অভিবাসন থেকে আইনি সুরক্ষা দিতে একটি নতুন নীতি ঘোষণা করতে যাচ্ছেন। এতে প্রায় ৫ লাখ অভিবাসীকে নির্বাসন থেকে রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ‘প্যারোল ইন প্লেস’ নামের এই নীতিতে অনথিভুক্ত অভিবাসীদের জন্য গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করে তুলবে। তবে নতুন নীতিটি তাদের জন্য প্রযোজ্য হবে, যারা কমপক্ষে ১০ বছর ধরে দেশটিতে অবস্থান করছেন।

অভিবাসন ইস্যুটি বাইডেনের জন্য নির্বাচনী বছরের মাথাব্যথা হয়ে উঠেছে, যিনি সম্প্রতি মার্কিন-মেক্সিকো সীমান্তে রেকর্ড অভিবাসী আগমন রোধ করার জন্য একটি ব্যাপক নির্বাহী আদেশ জারি করেছেন এবং অভিবাসন ব্যবস্থাকে ‘আরও ন্যায্য’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বাইডেনের এই পদক্ষেপ তার বুদ্ধিদীপ্ত রাজনীতির প্রমাণ, যা আগামী নির্বাচনে সাহায্য করবে।

হোয়াইট হাউস বলছে, নতুন এই নীতিতে পাঁচ লাখের এরও বেশি স্বামী-স্ত্রী উপকৃত হবে। এছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার তরুণ-তরুণীও উপকৃত করবে যাদের পিতা বা মাতা একজন মার্কিন নাগরিকের বিয়ে করেছেন।

বিবিসি বলছে, ২০১২ সালে বারাক ওবামা প্রশাসনের ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ‘ডাকা’ নীতি ঘোষণা করার পর দেশটিতে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

ডাকা নীতিতে ৫ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীকে, যারা শিশু হিসাবে যুক্তরাষ্ট্রে এসেছিল - যারা ড্রিমার্স নামে পরিচিত- নির্বাসন থেকে রক্ষা করেছিল৷

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, নতুন এই নীতিতে যারা যোগ্য হবেন, তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে তিন বছর সময় পাবেন এবং তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্যও যোগ্য হবেন।

(ঢাকাটাইমস/১৮জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২, ত্রাণপ্রার্থীদের ওপর হামলায় ক্ষোভ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
সাতক্ষীরায় করোনা রোগী শনাক্ত  
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, নগদ অর্থ-গাড়িসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা