দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ জয় করতে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল উড়ন্ত শুরু। তবে ১৭৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ রানেই দুই উইকেট হারায় প্রোটিয়ারা। এরপরে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। এই জুটির কল্যাণে গুরে দাঁড়াচ্ছিল তারা। অবশেষে ভেঙে গেলো এই জুটিও। যার ফলে ৭০ রানেই ৩ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা।
ফাইনারে প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্স। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলো বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৫ বলে ৪ রান করা রিজা হেনড্রিক্স। তার বিদায়ে ৭ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
রিজা হেনড্রিক্স এর বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তিনিও ৫ বলে ৪ রান করে ফিরে যান সাজঘরে। আর্শদীপ সিংয়ের বলে ঋষব পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র ১২ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
১২ রানে ২ উইতেট হারানোর পর জুটি গড়েন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে তাকে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে তারা তুলে নেন ৪২। এই জুটির কল্যাণে বিপর্যয় কাটিয়ে ওঠলি প্রোটিয়ারা। অবশেষে এই জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল। দলীয় ৭০ রানে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন ২১ বলে ৩১ রান করা ট্রিস্টান স্টাবস। তার বিদায়ে ভাঙল ৫৮ রানের জুটি।
এর আগে ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ফাইনালে এসে ব্যর্থ টিম ইন্ডিয়ার টপ অর্ডার। মাত্র ৩৪ রানেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা, ঋষব পান্ত ও সূর্যকুমার যাদব। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটে তারা গড়েন ৭৫ রানের জুটি। অক্ষর প্যাটেল ৪৭ রানে ফিরে গেলেও অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। অর্ধশতক তুলে নেওয়ার পর ৭৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত।
(ঢাকাটাইমস/২৯ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন