ফাইনালের আগে নিজের চোট নিয়ে যা বললেন মেসি

চোট যেনো পিছু ছাড়ছে না মেসির। চলমান কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। যদিও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পুরো সময় খেলেছেন তিনি। কিন্তু তার চোট নিয়ে শঙ্কা ছিল সমর্থকদের মাঝে। তবে ফাইনালের আগেই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন মেসি।
দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে নিজের চোট নিয়ে মেসি বলেছেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে, মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজ দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। যেমনটা করেছিলেন ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপেও।
ফাইনালের আগে ৩১ বছর বয়সী মার্তিনেজের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, ‘পেনাল্টিতে দিবুর বিষয়টা এখন আর ভাগ্য নয়। আপনি জানেন একটি বা দুটি শট ও ঠেকিয়ে দেবে, এটা অনেক বড় সুবিধা।’
কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন আনহেল দি মারিয়া। ফাইনালে গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলা দি মারিয়ার কাছ থেকে কোপা আমেরিকায় এবারের ফাইনালেও গোল পাওয়ার সম্ভাবনা দেখছেন মেসি, ‘কে জানে, হতে পারে আরও একটি ফাইনালে ও গোল করবে। সর্বশেষ ফাইনালে যেমনটা করেছে, এটা হলে অসাধারণ কিছু হবে!’
নিজেদের প্রস্তুতি ও দল নিয়ে মেসি বলেছেন, ‘প্রতিটি অনুশীলন সেশনে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, তীব্রতা থাকে, সবটুকু দেওয়ার ইচ্ছা থাকে। যে-ই খেলুক না কেন, এভাবে পারফর্ম করে। আমরা ভালো কিংবা খারাপ খেলতে পারি, এই দলটা লড়াই করতে জানে। যেকোনো দলের সঙ্গে প্রতিযোগিতা করতে জানে। এই প্রজন্মটা তরুণ, ওরা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের বয়স মাত্র ২৩, ২৪, ২৫ বছর। আর্জেন্টিনার হয়ে তাদের পুরো ক্যারিয়ার সামনে পড়ে আছে। আশা করছি, ওদের জয়ের ক্ষুধাটা কমবে না। এরপর যারা আসবে, তাদেরও একই বার্তা দেবে। আসলে আমার মনে হয়, সবার আগে একটা ভালো দল তৈরি করতে হবে। সেখান থেকে এমনিতেই সাফল্য আসবে।’
(ঢাকাটাইমস/১৪ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন