আগস্টকে ‘দ্রোহের মাস’ হিসেবে পালন করুন: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৭:৪১| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭:৫৮
অ- অ+

আগস্ট মাসকে ‘দ্রোহের মাস’ হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

জেএসডি সভাপতি রব বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে। রক্তাক্ত জুলাইয়ে সরকারের নিষ্পেষণ আর স্টিম রোলারের অত্যাচারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশ। মরণপণ লড়াইয়ে নেমেছে জনতা।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভূতপূর্ব ও অকল্পনীয় গণজাগরণ স্তব্ধ করার প্রেক্ষিতে সরকার অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করিয়ে এই মাসটি ‘রক্তাক্ত জুলাই’, ‘গণহত্যার জুলাই’ বা ‘জুলাই গণহত্যা’ হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনটি দাবিতে আগস্ট মাসকে ‘দ্রোহের মাস’ হিসেবে পালন করতে আহ্বান জানান আ স ম রব।

দাবিগুলো হলো-

১)

ভয়ংকর রক্তাক্ত জুলাই বা জুলাই ম্যাসাকারে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

২)

হত্যার শিকার বীর ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতি তর্পণ করতে হবে।

৩)

বৈষম্যহীন নতুন বাংলাদেশ অর্থাৎ সর্বাত্মক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।

রব বলেন, এখন থেকে আগস্ট মাস হবে ‘দ্রোহের মাস’। দ্রোহের মাসের প্রতীক হবে লাল রঙ। মাথায়, হাতে এবং বুকে লাল রঙ ধারণ করে সন্তানদের আত্মত্যাগের মহিমাকে সমুন্নত করতে হবে।

দ্রোহের মাসে করণীয়:—

১) রক্তাক্ত জুলাইয়ের গণহত্যার শিকার এই প্রজন্মের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নতুন করে ‘শহীদ মিনার’ নির্মাণ করতে হবে।

২) যেখানে যে—বীর ও সূর্য সন্তান হত্যার শিকার হয়েছেন, সেখানেই রাস্তা, অ্যাভিনিউ, স্থাপনা—তাঁদের নামে চিহ্নিত করতে হবে।

৩) সকল বীরের নাম ভূমিকা-সহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

৪) প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্র প্রদর্শনী-সহ শহীদদের পোর্ট্রেট করতে হবে।

জেএসডি সভাপতি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, আন্দোলনে অতুলনীয় সংগ্রামী বীরদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য পুরো আগস্ট মাসকে দ্রোহের মাস হিসেবে পালন করা আমাদের নৈতিক দায় হয়ে পড়েছে। এবারের আন্দোলনে ছাত্র-তরুণদের সাথে নারীদের যে তেজস্বীতা প্রকাশ পেয়েছে, তাতে বিজয় অনিবার্য হয়ে পড়েছে। সংগ্রামের উর্বর ভূমিতে গণঅভ্যুত্থান আসন্ন। এই লড়াইয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

ঢাকাটাইমস/০১আগস্ট/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা