ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১০:১৬
অ- অ+

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে হামলা চালিয়ে গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডাকে হত্যার জবাবে বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা চালানো হয়েছে।

হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার পরই তারা যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পালটা বিমান হামলা চালানো হয়।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় চার সিরীয় নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া এ হামলায় আরও পাঁচ লেবানিজ আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য।

(ঢাকাটাইমস/০২আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা