কাতারে রেস্টুরেন্ট ব্যবসায় মনোযোগী হচ্ছে বাংলাদেশিরা

কাতার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২১:৫৪| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:৫৬
অ- অ+

কাতারে ধীরে ধীরে রেস্টুরেন্ট ব্যবসায় মনোযোগী হচ্ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। একসময় কাতারে রেস্টুরেন্ট ব্যবসায় ভারতীয়দের আধিপত্য থাকলেও এখন কাতারের প্রায় সব শহরে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট।

সম্প্রতি কাতারে পুরাতন মদিনা মোররায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘হালা জম জম রেস্টুরেন্ট’। কাতারী স্পন্সর শেখ ইয়াছির এবং বাংলাদেশি তিন স্বত্বাধিকারী হুসাইন আহমেদ, জিয়াউল হাসান ও বেলায়েত হাদিকে সঙ্গে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহাদী হাসান, দূতালয় প্রধান নাছির উদ্দিন, কাউন্সিলর মোবাশ্বিরা কাদেরী,কাতার বাংলাদেশ স্কুলের শিক্ষক তাফসির উদ্দিন ও রিয়াজ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, কাতার প্রবাসীদের সূলভমূল্যে স্বাস্থ্যসম্মত ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ ‘হালা জম জম রেস্টুরেন্ট’। আশা করি ভোক্তারা একবার এসে যাচাই করলে ভালো রিভিউ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেস্টুরেন্টের সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাতার র্ধম মন্ত্রণালয়ের ইমাম হুসাইন আহম্মেদ।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা