বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৭:০৩

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ 'এ' দলের। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা। আজ বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগের সূচি অনুযায়ী, চার দিনের দুটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ ও ১৭ আগস্ট। নতুন সূচিতে এই দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট।

আর তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। নতুন সূচি অনুযায়ী, এই তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট।

এদিকে দেশে ক্ষমতার পালাবদলের পর এই সফর সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। অনুশীলন শুরুর আগে গত এক মাসে দেশে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতিতে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :