শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪০
অ- অ+

শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম (সুইডেন আসলাম) জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বুধবার সকালে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম।

বুধবার জামিনের কাগজ কারাগারে আসার পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন তিনি।

শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় মামলা হয়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এ মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র ১৪ জনকে আদালতে হাজির করতে পেরেছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম।

হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় সুইডেন আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করেনি। এছাড়া একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। অস্ত্র আইনের দুটি মামলায় তাকে যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন: তারেক রহমান
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি প্রবৃদ্ধি: আইএমএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা