সালমান শাহকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাবনূর
নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ বৃহস্পতিবার। অসংখ্য ভক্ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। সালমান শাহকে স্মরণ করছেন তারকারাও। বাদ গেলেন না প্রয়াত এ নায়কের সবচেয়ে বেশি সিনেমার নায়িকা শাবনূরও।
সালমান শাহর জন্মদিনে তার স্মরণে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।’
শাবনূর আরও লিখেছেন, ‘জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।’
সালমান শাহ ও শাবনূরকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সেরা জুটি হিসেবে বিবেচনা করা হয়। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান। এর মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। এ জুটির প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট।
সালমান শাহ-শাবনূরের পর্দার রসায়ন ছিল যেমন নজরকাড়া, তেমনই এ জুটির বাস্তব জীবনের রসায়ন নিয়েও তুমুল চর্চা হতো নব্বইয়ের দশকে। তাদের তখনকার সম্পর্ক নিয়ে চর্চা হয় এখনো। শোনা যায়, প্রেমের সম্পর্কে ছিলেন সালমান-শাবনূর। যদিও নায়িকা তা কখনো স্বীকার করেননি।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজে)